মৌমাছি চাষ পদ্ধতি

মৌমাছির জাত:

সাধারণত মৌমাছির অনেক জাতিই রয়েছে। আমাদের দেশে যেসকল মৌমাছি চাষ করা হয় সেগুকে অ্যাপিস ছেরেনা বলা হয়ে থাকে। এই মৌমাছি বোনের মৌমাছির থেকে আকারে দেখতে অনেকটাই ছোট হয়। এরা সাধারণত গাছের ছোট ছোট গর্তে বাসা বেধে থাকে। 

বন্য মাছি বাক্সে বন্ধি করা: 

সাধারণত একটি মৌচাকে একটি রাণীই প্রধান। তাই মৌমাছি বাক্স বন্ধি করার জন্য সব মাছি ধরার কোন প্রয়োজন পড়ে না। রাণীকে ধরে বাক্সে ঢুকাতে পারলেই আস্তে আস্তে সব মৌমাছি বাক্সে ঢুকে যাবে। অবস্যই এসব কাজগুলো করার আগে আমাদের মৌমাছি চাষ সম্পর্কে প্রসিক্ষণ নিতে হবে। তানাহলে মৌমাছি আক্রমণ করতে পারে।


মৌমাছি চাষ পদ্ধতি

মৌমাছির ধরন :

একটি মৌচাকে বেস কয়েক ধরনের মৌমাছি থাকে। যেমন একটি রাণী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। রাণীর কাজ হলো ডিম দেওয়া। আর পুরুষ মৌমাছিগুলো রাণীর সাথে মিটিং বা মিলনের কাজ করে থাকে। পুরুষ মৌমাছি মৌচাকে নেতৃত্ব দিয়ে থাকে। একটি মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে। এই কয়েক হাজার মৌমাছি মিলে একটি দল গঠন করে। আর এই দলের নেতৃত্ব দেয় একটি পুরুষ মৌমাছি যাকে সেনাপতি বলা হয়। এছাড়াও আরো বিভিন্ন কাজ করে থাকে। আর পুরুষ মৌমাছির কোন হুল থাকেনা। 

মৌমাছি চাষ পদ্ধতি

অন্যদিকে শ্রমিক মৌমাছি গুলোই মধু সংগ্রহ করে থাকে। মৌমাছির মাথায় দুটি এন্টেনা থাকে। যা অনেকটাই সেন্সরের মতো কাজ করে। এই এন্টেনা মৌচাক থেকে দুই থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত কাজ করে থাকে। এই অ্যান্টেনার মাধ্যমে তাদেরকে কমান্ড দেওয়া হয়ে থাকে। এভাবেই শ্রমিক মৌমাছি গুলো বিভিন্ন জাইগায় ঘুরে ঘুরে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। এইভাবেই তাদের জীবনচক্র শেষ হয়।


ভিডিও লিংক নিচে

👇