আমরা যারা শিক্ষার্থী আছি তারা সবাই প্রবন্ধ রচনার সাথে পরিচিত। তাই প্রবন্ধ রচনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রচনা মূলত কোন মুখস্থ বিষয় না রচনা হলো সৃজনশীলতা। অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে থাকে এই রচনা। কিন্তু আমরা অধিকাংস শিক্ষার্থী রচনা মুখস্থ করে থাকি। রচনা মূলত কোন বিষয়ের উপর ধারণা নিয়ে সেই বিষয়ের উপর বিস্তারিত লেখা হয়।
- ভুমিকা বা সূচনা।
- মূল অংশ
- উপসংহার
- যেই বিষয়ের উপর রচনা লিখতে বলবে শেই বিষয়ের উপরেই লিখতে হবে।
- বেশি নাম্বার পাওয়ার জন্য অবশ্যই হাতের লেখা ভালো করতে হবে।
- যেই বিষয়ের উপর রচনা লিখতে শেই বিষয়ের উপর ভূমিকা সুন্দর করে লিখতে হবে।
- রচনার মাঝখানে, যেই বিষয়ের উপর রচনা লিখতে হবে শেই বিষয়ের উপরে অনেক গুলো পয়েন্ট তৈরি করতে হবে।
- রচনা লেখার ক্ষেত্রে পয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেটি পয়েন্ট আন্ডারলাইন করতে হবে। যেন পয়েন্টগুলো দেখতে সুন্দর লাগে।
- প্রত্যেটি পয়েন্ট প্যারা করে লিখতে হবে তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগবে।
- সবশেষে সুন্দর করে একটি উপসংহার লিখতে হবে।
0 Comments