প্রবন্ধ রচনা লেখার নিয়ম ssc ও hsc ২০২৪।
প্রবন্ধ রচনা লেখার নিয়ম ssc ও hsc ২০২৪।

 আমরা যারা শিক্ষার্থী আছি তারা সবাই প্রবন্ধ রচনার সাথে পরিচিত। তাই প্রবন্ধ রচনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রচনা মূলত কোন মুখস্থ বিষয় না রচনা হলো সৃজনশীলতা। অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে থাকে এই রচনা। কিন্তু আমরা অধিকাংস শিক্ষার্থী রচনা মুখস্থ করে থাকি। রচনা মূলত কোন বিষয়ের উপর ধারণা নিয়ে সেই বিষয়ের উপর বিস্তারিত লেখা হয়।

প্রবন্ধ রচনার মূলত তিনটি অংশ থাকে :
  • ভুমিকা বা সূচনা। 
  • মূল অংশ 
  • উপসংহার 
ভূমিকা :
 ভূমিকা বা সূচনাকে প্রবন্ধ রচনার সদর দরজা বলা হয়। তাই প্রবন্ধ রচনার ক্ষত্রে ভূমিকা বা সূচনা খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা বা সূচনা এমন ভাবে উপস্থাপন করা উচিত। যেন সম্পূর্ণ রচনার মূলভাবটা ফুটে ওঠে। 

মূল অংশ :
ভূমিকা বা সূচনার পরেই মূল বিষয়ের আলোচনা শুরু হয়। মূল বিষয় পরিবেশনের আগেই বিষয়টিকে প্রয়োজনীয় সংকেত বা পয়েন্টে ভাগ করে নিতে হয়। তারপর সংকেত বা পয়েন্ট এর বিষয়ের উপর ভিত্তি করে বিস্তারিত হয়।

উপসংহার :
উপসংহার হলো প্রবন্ধ রচনার সর্বশেষ অংশ। তাই ভূমিকা বা সূচনার মতো উপসংহারেরো রয়েছে সমান গুরুত্ব। উপসংহার লেখার সময় একদিকে যেমন আলোচনার সিদ্ধান্তে উপনীত হয়। অন্যদিকে তেমনি নিজস্ব অভিমতের কিংবা আসা আকাঙ্ক্ষার সার্থক প্রতিফলন ঘটে।

প্রবন্ধ রচনা লেখার স্টাইল :
প্রবন্ধ রচনা যেভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে তা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 
  • যেই বিষয়ের উপর রচনা লিখতে বলবে শেই বিষয়ের উপরেই লিখতে হবে। 
  • বেশি নাম্বার পাওয়ার জন্য অবশ্যই হাতের লেখা ভালো করতে হবে। 
  • যেই বিষয়ের উপর রচনা লিখতে শেই বিষয়ের উপর ভূমিকা সুন্দর করে লিখতে হবে। 
  • রচনার মাঝখানে, যেই বিষয়ের উপর রচনা লিখতে হবে শেই বিষয়ের উপরে অনেক গুলো পয়েন্ট তৈরি করতে হবে। 
  • রচনা লেখার ক্ষেত্রে পয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেটি পয়েন্ট আন্ডারলাইন করতে হবে। যেন পয়েন্টগুলো দেখতে সুন্দর লাগে। 
  • প্রত্যেটি পয়েন্ট প্যারা করে লিখতে হবে তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগবে। 
  • সবশেষে সুন্দর করে একটি উপসংহার লিখতে হবে।