কোয়েল পাখি পালন পদ্ধতি। 

কোয়েল পাখি পালন পদ্ধতি।



আপনি নিশ্চয়ই কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন। তাই যদি ভেবে থাকেন তাহলে আপনি ঠিকই ভাবছেন। কেননা হাঁস, মুরগি পালনের থেকে কোয়েল পাখি পালন করা অনেক সহজ। কোয়েল পাখি মূলত ডিমের জন্য লালন পালন করা হয়ে থাকে। কিন্তু বর্তমান কোয়েল পাখি মাংসের জন্যও পালন করা হয়ে থাকে। তাই নিচে কোয়েল পাখির পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো আসা করি আপনাদের ভালো লাগবে। 


কোয়েল পাখির বাচ্চা ব্রুডিল পদ্ধতি :

কোয়েল পাখি পালনের জন্য সর্বপ্রথম কাজ হলো বাচ্চা ব্রুডিং। তাই কোয়েল পাখি ভালো ডিমের জন্য বাচ্চা ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এক দিনের জিরো বাচ্চা খামারে নিয়ে আসার পর ব্রুডারে বাচ্চা ছেড়ে দিতে হয়। ব্রুডারে বাচ্চা ছাড়ার আগে অবশ্যই তাপমাত্রা ঠিক করে নিতে হবে। তারপর বাচ্চা খামারে আনার কিছুক্ষণ পর গ্লুকোজ অথবা স্যালাইন দিতে হবে। বাচ্চার নাভি শুকানোর জন্য র‍্যানামক্স ঔষধ ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পরে সোনালী স্টাটার ফিড অর্থাৎ ছোট খাবার প্রয়োজনে গুড়ো করে দিতে হবে। এভাবে গরম কালে এক সপ্তাহ এবং শীত কালে দুই সপ্তাহ ব্রুডিং করলেই হয়।


কোয়েল পাখির ঔষধ, খাবার ও ভ্যাকসিন ব্যবস্থা:

কোয়েল পাখি ব্রুডিং অবস্থায় সোনালী স্টাটার ফিড গুড়ো করে দিতে হয় এবং কোয়েল পাখি ডিমে আসার পর লেয়ার লেয়ার খাবার দিতে হয়। কোয়েল পাখির বয়স ৫-৭ দিনে রাণিক্ষেত,১৫-১৬ দিনে গাম্বোরা এবং ২০-২১ দিনেে রাণিক্ষেত ভ্যাকসিন দিতে হয়। কোয়েল পাখির ক্ষত্রে এই তিনটি ভ্যাকসিনই যথেষ্ট। এরপর থেকে তিন মাস পরপর রাণিক্ষেত এর ভ্যাকসিন দিলেই হয়। আর ঔষধ হিসেবে ঠান্ডা, ক্যালসিয়াম,ভিটামিন ও অন্যান্য ঔষধ ব্যবহার করলেই হয়। 


কোয়েল পাখি পালনে সুবিধা :

কোয়েল পাখি পালনে অনেক সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো কোয়েল পাখি পালনে যায়গা অনেক কম লাগে। মুরগির তুলনাই কোয়েল পাখির খাবার অনেক কম লাগে। তাছাড়াও কোয়েল পাখি খুব দ্রুত ডিম পাড়ে। সাধারণত কোয়েল পাখির বয়স ৪০-৫০ দিন হলেই ডিম পাড়ে। কোয়েল পাখি পালনে সবচেয়ে বড় সুবিধা হলো কোয়েল পাখি ডিম পাড়ার জন্য কোন মেল পাখি দরকার হয়না। মেল পাখিগুলো মাংসের জন্য বিক্রি করা হয়ে থাকে। 


কোয়েল পাখি পালনে অসুবিধা :

কোয়েল পাখি পালনে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। কোয়েল পাখি পালনের জন্য অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। কোয়েল পাখির বেশি সমস্যা হলো ঠান্ডা লাগে। তাই ঠান্ডা লাগলে সঠিক ঔষধ খাওয়ালে পাখি সুস্থ হয়ে যায়। তাছাড়া তেমন কোন অসুবিধা নেই। 


শেষ কথা :

সবশেষে একটি কথা। আপনি যদি কোয়েল পাখির খামার করতে চান। তাহলে আর দেরি না করে আপনিও শুরু করুন। আমাদের দেশে এমন অনেকে আছে যারা কোয়েল পাখির খামার করে সফল হয়েছে। তাই আমরাও চায় আপনি বেকার না থেকে কোয়েল পাখির খামার করে সফল হন। তাই অল্প কিছু দিয়েই আপনার যাত্রা শুরু হোক। তাই আপনার জন্য শুভকামনা।


FAQ প্রশ্ন:

  • কোয়েল পাখি পালন পদ্ধতি কি? 
  • কোয়েল পাখি পালন করে কি সফল হওয়া যায়? 
  • ১০০ কোয়েল পাখি পালনে কত টাকা হয়?
  • ১০০ কোয়েল পাখি পালনে কত টাকা লাভ হয়?
  • কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে?